ঢাকা      শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১
শিরোনাম

পাটজাত মোড়কের ব্যাপক ব্যবহার নিশ্চিত করা হবে : পরিবেশ উপদেষ্টা

IMG
15 September 2024, 7:14 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর যথাযথ বাস্তবায়নের মাধ্যমে পাটজাত পণ্যের মোড়কের বহুল ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে। ডিসেম্বরের মধ্যে ব্যবসায়ীদের সাথে এ বিষয়ে আলোচনা করা হবে। পরিবেশ মন্ত্রণালয় পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে পলিসি সহায়তা দেবে।’

আজ রোববার মতিঝিলে বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘পরিবেশ বান্ধব পাট খাত ও পাট শিল্পের সমস্যা উত্তরণ’ বিষয়ে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মো. আবুল হোসেন সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিবেশ উপদেষ্টা আরো বলেন, ‘পাট খাত দেশের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। পাট শিল্প টিকিয়ে রাখতে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগ দরকার। পাট শিল্পের সংকট মোকাবেলায় দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।’

আলোচনায় অংশ নিয়ে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ‘পাটজাত পণ্যের বিস্তারে সকলের সহযোগিতা প্রয়োজন। ধান, চাল ও গমের বস্তায় পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিতে উদ্যোগ গ্রহণ করা হবে।’

সভায় বিভিন্ন পাট মিলের প্রতিনিধি ও বিশেষজ্ঞরা পাট শিল্পের বর্তমান পরিস্থিতি ও সমস্যার সমাধান নিয়ে আলোচনা করেন। সভা শেষে অটোব্রিক্স মালিক সমিতির সাথে মতবিনিময় সভা করেন পরিবেশ উপদেষ্টা।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন