ঢাকা      বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১
শিরোনাম

যুক্তরাষ্ট্রে আদালতের ভেতর বিচারককে প্রকাশ্যে গুলি করে হত্যা

IMG
20 September 2024, 12:08 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: যুক্তরাষ্ট্রে আদালতের ভেতরেই এক বিচারককে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ওই বিচারকের নাম কেভিন মুলিনস। গুলিবর্ষণের জেরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উত্তর আমেরিকার এই দেশটির কেন্টাকি অঙ্গরাজ্যের লেচার কাউন্টি কোর্টহাউসে এই ঘটনা ঘটে। এদিকে এই ঘটনায় কাউন্টি শেরিফ শন স্টাইনসকে আটক করেছে পুলিশ। প্রতিবেদনে বলা হয়েছে, চেম্বারে একজন বিচারককে গুলি করে হত্যা করার পর কেন্টাকির একজন শেরিফকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। কেন্টাকি স্টেট পুলিশ জানিয়েছে, লেচার কাউন্টি কোর্টহাউসে একাধিকবার গুলি করার পরে জেলা বিচারক কেভিন মুলিনস ঘটনাস্থলেই মারা যান।

লেচার কাউন্টি শেরিফ ৪৩ বছর বয়সী স্টাইনসকে এই হত্যার ঘটনায় অভিযুক্ত করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার আদালতের অভ্যন্তরে বাক-বিতন্ডার একপর্যায়ে গুলিবর্ণণ করা হয় বলে পুলিশ জানিয়েছে। তবে এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য এখনও জানতে পারেনি পুলিশ।


বাংলাদেশ গ্লোবাল/এমএন

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন