ঢাকা      শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১
শিরোনাম

দালালের মাধ্যমে ভারতে পালাতে গিয়ে গ্রেফতার ৪ ব্যক্তি

IMG
24 September 2024, 6:39 PM

সিলেট, বাংলাদেশ গ্লোবাল: সিলেটের কানাইঘাটের সীমান্তবর্তী মিকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা দালালের মাধ্যমে ডোনা সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করেন। আজ মঙ্গলবার দুপুরে তাদের গ্রেফতার করে বিজিবি।

ভারতে পালাতে গিয়ে সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের দালাল সীমান্তবর্তী মিকিরপাড়া গ্রামের কালা মিয়ার ছেলে শাহিন আহমদের ঘরে রাত্রিযাপন করেন।

গ্রেফতাররা হলেন ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার চরকোচিয়া গ্রামের মান্নান মোল্লার ছেলে আজগর মোল্লা, একই এলাকার শেখ আক্তারের ছেলে মিজানুর রহমান, তার ভাই বজলার শেখ ও আব্দুর রহমানের ছেলে শাখাওয়াত কবির। পরে তাদের কানাইঘাট থানায় হস্তান্তর করে বিজিবি।

পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানায়, কানাইঘাট মিকিরপাড়া গ্রামের দালাল শাহিন আহমদ নামে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে তারা সিলেটে আসেন। ভারতে যাওয়ার জন্য তাকে ২৪ হাজার টাকা দেন।

কানাইঘাটের ডোনা বিজিবি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হাবিলদার শাহজাহান জানান, মিকিরপাড়া সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ফরিদপুর জেলার ৪ ব্যক্তিকে গ্রেফতার করা হয়। বিজিবি বাদী হয়ে তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগ এনে কানাইঘাট থানায় মামলা দায়ের করেছে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ‘বিজিবি ফরিদপুর জেলার ৪ ব্যক্তিকে গ্রেফতার করে থানায় সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে ভারতে অনুপ্রবেশের মামলা দায়ের করেছে।’

বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন