ঢাকা      শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১
শিরোনাম

অনলাইনে জমজমাট পূজার কেনাকাটা

IMG
26 September 2024, 1:45 PM

বিজনেস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: আর কয়েকদিন পরই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রতিদিনের ব্যস্ত জীবনে দু’দন্ড সময়ই যেন নেই। সেখানে কেনাকাটার সময় কোথায়? বাড়ি ফিরতে ফিরতেই সন্ধ্যা পেরিয়ে রাত। ফুরসত নেই হাতে সময় নিয়ে ১০টা দোকান ঘুরে কেনাকাটা করার। তার উপর টানা বৃষ্টি আর নগরীর দীর্ঘ যানজট যেন বাড়তি ভোগান্তি।

আজ বৃহস্পতিবার রাজধানীর নিউ মার্কেটে পূজার শপিং করতে এসেছেন গৃহবধূ অদিতি চক্রবর্তী। পূজার কেনাকাটা করতে গিয়ে বৃষ্টির বিড়ম্বনার কথা জানালেন তিনি। বাংলাদেশ গ্লোবালকে অদিতি বলেন, ‘পূজার কেনাকাটা করতে এসেছিলাম। কিন্তু বৃষ্টির কারণে জামাকাপড় সব ভিজে গেছে। এখন দুই ছেলে-মেয়েকে নিয়ে চিন্তায় আছি। বৃষ্টিতে ভিজে যাওয়ায় জ্বরই আসে কিনা!’

পূজার বাজার সদাই নিয়ে কথা হচ্ছিল বেসরকারি চাকরিজীবি আনন্দ মজুমদারের সাথে। উত্তরবঙ্গে থাকা বৃদ্ধা মা আর স্ত্রী-সন্তানদের জন্য আগামীকাল শুক্রবার কেনাকাটার কথা ভাবছিলেন তিনি। কিন্তু তার ইচ্ছায় বাধ সাধতে পারে বেরসিক বৃষ্টি। এই প্রতিবেদককে আনন্দ বলেন, ‘আমাদের মতো বেসরকারি কর্মজীবীদের সাপ্তাহিক ছুটি একদিন। আবহাওয়ার যে অবস্থা দেখছি, মনে হয় না আগামীকাল কেনাকাটা করতে বের হতে পারবো! তার উপর পূজা ঘনিয়ে আসছে। স্বাভাবিকভাবেই তখন জিনিসপত্রের দাম বেশি হাঁকাবেন বিক্রেতারা।’

শুধু হিন্দু ধর্মাবলম্বীরাই নয়, সব ধর্মের মানুষই কেনাকাটা নিয়ে হঠাৎ বৃষ্টি আর ঢাকার দীর্ঘ যানজটের কারণে বিপাকে পড়েছেন। একটি আইটি প্রতিষ্ঠানে কর্মরত সাদিয়া আফরিন মৌ বলেন, ‘আগামীকাল একটি বিয়ের দাওয়াত ছিল। বৃষ্টির কারণে অফিস থেকে বাসায় যাওয়া নিয়েই চিন্তায় আছি। মার্কেটে যাওয়ার সময় কোথায়? তাই ফেসবুকই ভরসা।’

মূলত এসব কারণেই দেশের বড় একটি অংশই ঝুঁকছেন অনলাইন কেনাকাটার দিকে। শিশু থেকে কিশোর, যুবক-যুবতী বা বৃদ্ধ সবার পণ্যই পাওয়া যায় ই-কমার্স সাইটগুলোতে। পিছিয়ে নেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকও। মাউসের একটি ক্লিকেই ঘরের দরজায় পৌঁছে যাচ্ছে যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র। জামাকাপড় পছন্দ না হলে আবার ফেরতও পাঠানো যাচ্ছে। পূজা হোক বা যে কোনো উৎসব অনুষ্ঠান - অনলাইনে কেনাকাটার এখন বিশাল কদর। কম পরিশ্রমে চটজলদি পছন্দের জিনিস হাতে পাচ্ছেন সবাই। পাশাপাশি ফিক্সড প্রাইসের কারণে অনলাইন শপিংয়ের হাতছানি বেড়েই চলেছে।

অনলাইনে কেনাকাটার জন্য বড় বড় প্রতিষ্ঠান থেকে শুরু করে অনেক স্টার্টআপ প্রতিষ্ঠানও রয়েছে। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের চাহিদা অনুযায়ী তারা পণ্য সরবরাহ করে থাকে। আমাদের দেশে অনলাইনে পোশাক কেনাকাটার জন্য মানুষজন সাধারণত দারাজ, আড়ং, ক্যাটস আই, সারা ও সরকার লাইফস্টাইলের মতো প্রতিষ্ঠানে তাদের পছন্দের পণ্য খুঁজে থাকেন।

আর ঢাকা ও ঢাকার বাইরে যে কোনো পণ্য ডেলিভারির জন্য রয়েছে বিভিন্ন কুরিয়ার সার্ভিস। তারা দ্রুততম সময়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পণ্য পৌঁছে দেয়। এ প্রসঙ্গে সরকার লাইফস্টাইলের কমিউনিকেশন অফিসার তানজিরাল ইয়াসমিন বলেন, ‘সারা বছরই আমাদের ভালো বেচাকেনা হয়। তবে অসময়ের বৃষ্টি আর আসন্ন শারদীয় দুর্গাপূজার কারণে আমাদের পণ্যের চাহিদা অনেক বেড়ে গেছে। গত কয়েকদিন শাড়ি সেল দিতে গিয়ে আমরা হিমশিম খাচ্ছি। অনলাইনে অনেকেই শাড়ি কিনতে চাচ্ছেন। আবার অনেকে বুকিংও দিয়ে রেখেছেন। ফলে সময়টা ভালোই যাচ্ছে, বলা যায়।’

বাংলাদেশ গ্লোবাল/আরকে

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন