ঢাকা      সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
শিরোনাম

আশুলিয়ায় বিক্ষোভে গুলিবিদ্ধ এক শ্রমিকের মৃত্যু, দু’জন গুলিবিদ্ধ

IMG
30 September 2024, 3:30 PM

সাভার, বাংলাদেশ গ্লোবাল: সাভারের আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে গুলিবিদ্ধ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এঘটনায় গুলিবিদ্ধ হয়েছে আরও দু’জন শ্রমিক। আজ দুপুরে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় এঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম কাউসার হোসেন খাঁন। তিনি টঙ্গাবাড়ি এলাকার ম্যাংগো টেক্স লিমিটেডের সুইং অপারেটর। আর গুলিবিদ্ধ দুই শ্রমিকের নাম রাসেল মিয়া ও নয়ন। তারা অপর দুটি পোশাক কারখানার শ্রমিক।

শ্রমিকরা জানায়, সোমবার সকাল থেকে টঙ্গাবাড়ি এলাকায় ম্যাংগো টেক্স লিমিটেডসহ কয়েকটি গার্মেন্টস এর শ্রমিকরা বিক্ষোভ করেন। পরে দুপুরে সেখানে ম্যাংগো টেক্স লিমিটেডের শ্রমিক কাউসার হোসেন খাঁন, রাসেল মিয়া ও নয়ন গুলিবিদ্ধ হন। পরে তাদেরকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা শ্রমিক কাউসার হোসেন খাঁনকে মৃত ঘোষনা করেন। আরও গুলিবিদ্ধ দুই শ্রমিকের চিকিৎসা সেবা চলছে।

এঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। তবে কারা গুলি করেছে তা জানাতে পারেনি শ্রমিকরা।

এবিষয়ে এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের ডিউটি ম্যানেজার এনামুল বলেন, গুলিবিদ্ধ হয়ে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে বকেয়া বেতনের দাবিতে সকাল থেকে নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইল অবরোধ করে রাখে বার্ডস গার্মেন্টের শ্রমিকরা। এঘটনায় মহাসড়কটিতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

এবিষয়ে আশুলিয়া শিল্প পুলিশের পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, ভাই খুব ব্যস্ত আছি পরে কথা বলবো।




বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন