ঢাকা      শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
শিরোনাম

ট্রেড লাইসেন্স নবায়নের সময় বাড়ালো ডিএনসিসি, মিলবে ১০ শতাংশ ছাড়

IMG
30 September 2024, 5:19 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) হোল্ডিং ট্যাক্স রেয়াত ও সারচার্জ ছাড়া ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো করা হয়েছে। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

এতে বলা হয়, ডিএনসিসি এলাকায় বসবাস করা করদাতা/ব্যবসায়ীদের কর পরিশোধের সুবিধার জন্য বকেয়াসহ চলতি ২০২৪-২৫ অর্থবছরের চার কিস্তি হোল্ডিং ট্যাক্স একসঙ্গে অনলাইনে পরিশোধ করা হলে চলতি বছরের চার কিস্তির উপর ১০% (শতকরা দশভাগ) রেয়াতের সময়সীমা এবং সারচার্জ ছাড়া ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হলো।

করদাতাদের এ সময়ের মধ্যে বকেয়াসহ চলতি (২০২৪-২৫) অর্থবছরের চার কিস্তি হোল্ডিং ট্যাক্স একসঙ্গে পরিশোধ করে ১০ শতাংশ রেয়াতের সুযোগ নিতে এবং ব্যবসায়ীদের সারচার্জ ছাড়া ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ নেওয়ার জন্য অনুরোধ করা হয় ডিএনসিসি থেকে।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন