ঢাকা      সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১
শিরোনাম

ঢাকার আদালতে গোলাম দস্তগীর গাজী

IMG
01 October 2024, 11:53 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহতের ঘটনার রাজধানীর খিলগাঁও থানায় দায়ের হওয়া এক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে তাকে আদালতে আনা হয়। এসময় গোলাম দস্তগীর গাজীকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় রাখা হয়।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গত ২৪ আগস্ট রাজধানীর শান্তিনগরের বাসা থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নারায়ণগঞ্জের রূপগঞ্জ, ফতুল্লা থানা ও ঢাকায় তার নামে বেশ কয়েকটি হত্যা মামলা করা হয়েছে।

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন