ঢাকা      শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১
শিরোনাম

কর্মস্থলে না ফেরা পুলিশ সদস্যদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও)

IMG
01 October 2024, 2:14 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশের যেসব সদস্য এখনও কর্মস্থলে যোগ দেয়নি, তাদেরকে আইনের আওতায় আনা হবে। যারা এখনও কাজে যোগদান করেনি তাদের আমরা পুলিশ বলবো না। তাদের ক্রিমিনাল বলবো। আজ মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা আনসার, পুলিশ ও বিজিবি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। দুই-একদিনের মধ্যে আপনারা সাব-ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি পাবেন।

'সারা দেশের আইনশৃঙ্খলা খুব ভালো বলা যাবে না, তবে সন্তোষজনক। আরও ভালো কী করে করা যায়, সে চেষ্টা থাকবে,' যোগ করেন তিনি।

দাগি সন্ত্রাসীরা যেনো মুক্তি না পায় সে ব্যবস্থা নেয়া হবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতির উন্নতি হচ্ছে।

বিএনপি নেতা শাহাদাতকে চট্টগ্রাম সিটির মেয়র ঘোষণাবিএনপি নেতা শাহাদাতকে চট্টগ্রাম সিটির মেয়র ঘোষণা
মাদকের অপব্যবহার ও মাদক চোরাচালান রোধে সরকার কঠোর হবে হবে বলেও জানান তিনি। বলেন, মাদকের গডফাদারদের ধরা হবে। তা না হলে মাদক নির্মূল হবে না।।

আসন্ন দুর্গাপূজাও শান্তিপূর্ণভাবে হবে বলে আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, দুর্গাপূজা অতীতের যে কোনো সময়ের চেয়ে নির্বিঘ্ন হবে। এ জন্য যতো ধরনের উদ্যোগ প্রয়োজন তা নেয়া হবে।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন