ঢাকা      মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
শিরোনাম

পাচারের অর্থ ফেরানোসহ দুর্নীতি বিরোধী সব ইস্যুতে দুদককে সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন

IMG
01 October 2024, 6:40 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: অর্থ পাচারসহ দুর্নীতি বিরোধী সকল ইস্যুতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। দুদক চেয়ারম্যানের সঙ্গে ইইউর একটি প্রতিনিধি দলের বৈঠকে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। দুদকের উর্ধ্বতন একটি সূত্র ঢাকা টাইমসকে বৈঠকের বিষয়ে নিশ্চিত করেছে।

ড. মাইকেল ক্রেজার নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের তিন সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১১টায় ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আসেন।

এসময় দুদক চেয়ারম্যান ড. মঈনউদ্দীন আব্দুল্লাহ সঙ্গে ইইউর প্রতিনিধি দলের বৈঠকে দুর্নীতি বিরোধী কার্যক্রমে দুদককে সহায়তার প্রতিশ্রুতি দেওয়ার কথা জানান তারা।

দুদকের দায়িত্বশীল সূত্রে জানা যায়, অর্থ পাচার রোধসহ যে কোনো ইস্যুতেই দুদককে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের এই প্রতিনিধি দল।

এছাড়া পাচার হওয়া অর্থ ফেরত আনতে দুদক কীভাবে সহযোগিতা পেতে পারে, তা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। অন্যদিকে দুর্নীতির লাগাম টানতে ইইউর পক্ষ থেকে দুদককে কারিগরি সহয়তা দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে দেশ থেকে পাচারকৃত বিপুল পরিমাণ অর্থ ও দুর্নীতির লাগাম টানতে জোরালো তৎপরতা শুরু করেছে দুদক। দেশীয় সংস্থাগুলোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের এফবিআই, জাতিসংঘের ইউএনওডিসি ও বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠক করেছে দুর্নীতি বিরোধী সংস্থাটি।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন