ঢাকা      রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১
শিরোনাম

হানিয়ার সঙ্গে নিজেকে তুলনা করে ভাইরাল লুবাবা

IMG
04 October 2024, 3:00 PM

এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: গান, মডেলিং ও সিনেমায় অভিনয়ের মাধ্যমে মাত্র অল্প কদিনের মধ্যেই দর্শকহৃদয়ে জায়গা করে নেওয়া সিমরিন লুবাবা নিজেকে তুলনা করলেন পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে। আর নিজেকে পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে তুলনা করার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ভেরিফায়েড পেজে পোস্ট করতেই তা এখন ভাইরাল।

নানা সময় নানা ব্যাপারে কথা বলে মূলত আলোচনায় থাকতে দেখা গেছে এ শিশুশিল্পীকে। আর আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবার এ পোস্ট ভাইরাল হতেই কটাক্ষের শিকার হন তিনি। ফেসবুকে মাত্র ২০ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেন সিমরিন লুবাবা। ভিডিওতে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির ও লুবাবার কয়েকটি ভিডিও রয়েছে। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন— আমি নাকি দেখতে হানিয়া আমিরের মতো। আসলেই কি তাই?

আর ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনদের এমন প্রশ্ন ছুড়ে দিতেই তাতে ইতিবাচক মন্তব্যের পাশাপাশি নেতিবাচক মন্তব্যও ছিল চোখে পড়ার মতো। তবে অধিকাংশ মন্তব্যই ছিল ইতিবাচক। এক নেটিজেন লিখেছেন—আসলেই তাই লাগে। তুমি দেখতে অনেক সুন্দর। আরেক নেটিজেন লিখেছেন—তুমি হানিয়ার থেকেও বেটার।

উল্লেখ্য, লুবাবা হচ্ছেন বিশিষ্ট নাট্যকার ও অভিনেতা আবদুল কাদেরের নাতনি। দাদার হাত ধরে শোবিজে অভিষেক হয়েছে তার। তিনি বর্তমানে রাজধানীর একটি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থী। বিভিন্ন নাটক ও শর্টফিল্মে কাজ করতে দেখা গেছে তাকে। এখন অভিনয়ের পাশাপাশি পড়ালেখা নিয়ে ব্যস্ত এ শিশুশিল্পী। প্রসঙ্গত, লুবাবা কিছুদিন আগে হাউন আঙ্কেন মন্তব্য করে ট্রলের শিকার হয়েছিলেন।


বাংলাদেশ গ্লোবাল/এমএন

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন