ঢাকা      সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
শিরোনাম

কলকাতার রাস্তায় পোশাক বদলাতে বাধ্য হয়েছেন বিদ্যা বালান

IMG
05 October 2024, 6:49 PM

এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের অন্যতম সুপারহিট সিনেমা হচ্ছে ‘কাহানি’। তবে সিনেমাটিতে কাজ করা খুব সহজ ছিলনা বিদ্যার পক্ষে। কলকাতার অলিতে গলিতে শ্যুটিং করতে অকেটাই বেগ পেতে হয়েছিল তাকে। সম্প্রতি জানা গেলো ‘কাহানি’র শ্যুট চলাকালীন কিছু অজানা খবর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে, এই সিনেমার শ্যুট চলার সময়কার না জানা কিছু ঘটনা সম্পর্কে জানালেন পরিচালক সুজয় ঘোষ। পরিচালক হিসেবে সুজয় ঘোষের কেরিয়ারের প্রথম হিট সিনেমা ছিল ‘কাহানি’। স্বভাবতই এই সিনেমার বাজেট ছিল খুবই কম। একজন নতুন, সাফল্যহীন পরিচালকের পিছনে টাকা ঢালতে তেমন কেউই রাজি ছিলেন না। আর সেসময় নাকি তাকে সাহায্য করে বাঁচায় অভিনেত্রী বিদ্যা।

সুজয়ের কথায়, ‘আলাদিনের ব্যর্থতার পর, বিদ্যা সহজেই ‘কাহানি’কে না বলতে পারত। কিন্তু, আমি সেই প্রজন্মের অভিনেতাদের দেখেছি...স্যার ( অমিতাভ বচ্চন ) এমনকী খান সাহেব (শাহরুখ খান) পর্যন্ত...ভীষণ নিজের কথায় পাকা। তারা যদি কিছু করার প্রতিশ্রুতি দেন তবে তারা তা করেই। বিদ্যাও সেই ক্যাটাগরিতে পড়ে। সে কাহানির সঙ্গে আটকে ছিল।’

সুজয় আরও বলেন, ‘শুনলে অবাক হবেন, ভ্যানিটি ভাড়া নেওয়ার মতো সামর্থ্যও আমাদের ছিল না। না ছিল শ্যুটিং থামিয়ে পোশাক বদলাতে যাওয়ার মতো বিলাসিতা। এত টাইট বাজেটে আমরা কাজ করছিলাম। তাই যতবারই বিদ্যা বালানকে পোশাক বদলাতে হত, আমরা কালো কাপড় দিয়ে ওর ইনোভা ঢেকে দিতাম। আর ও তার ভিতরে পোশাক বদলাতেন তিনি।’

২০১২ সালে মুক্তি পাওয়া ‘কাহানি’ সিনেমাটি সুজয় ঘোষের কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল। ৮০ কোটি দিয়ে বানানো সেই সিনেমা ১০০ কোটির উপর ব্যবসা করে। আর সেই সময় ১০০ কোটির ঘর পার করা যে কোনো সিনেমার কাছেই ছিল বিশাল ব্যাপার।

এদিকে ততদিনে নো ওয়ান কিলড জেসিকা, পা, ভুল ভুলাইয়া, ডার্টি পিকচার -এর মতো হিট সিনেমায় কাজ করে ফেলেছিলেন বিদ্যা। তাই তার মতো প্রতিষ্ঠিত নায়িকার কাছে এভাবে পোশাক বদলানোর সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না।

আগামীতে সুজয় ঘোষ নিয়ে আসছেন শাহরুখ খানের সিনেমা। যেখানে প্রথমবার মেয়ে সুহানার সঙ্গে কাজ করবেন বাদশাহ। আর অন্যদিকে, বিদ্যা বালান ফিরছেন ‘ভুল ভুলাইয়া ৩’-এ। ইতোমধ্যেই চমক দিয়েছে সিনেমাটির প্রথম ঝলক।


বাংলাদেশ গ্লোবাল/এমএন

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন