ঢাকা      মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
শিরোনাম

ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ফের গণধর্ষণ, আটক ৬

IMG
05 October 2024, 7:03 PM

লালমনিরহাট, বাংলাদেশ গ্লোবাল: লালমনিরহাটের হাতীবান্ধায় এক কলেজছাত্রীকে পালাক্রমে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত ৬ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (৫ অক্টোবর) সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন উপজেলার দক্ষিণ গোতামারী এলাকার দুলাল হোসেনের পুত্র আবদুছ ছাত্তার, দইখাওয়া বাজার এলাকার সুলতান আহম্মেদের পুত্র রোকন, ৫ নম্বর ওয়ার্ডের আইয়ুব আলীর ছেলে রাকিবুল, একই এলাকার খবির আলীর ছেলে আল আমিন, নজিমুদ্দিনের ছেলে রতন মিয়া সাবু এবং নওদাবাস এলাকার ওছমান গনির পুত্র সুলতান।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভু্ক্তভোগী কলেজ ছাত্রীর সঙ্গে দইখাওয়া বাজারের কসমেটিক ব্যবসায়ী ও দক্ষিণ গোতামারী এলাকার দুলাল হোসেনের পুত্র আবদুছ ছাত্তারের সর্ম্পক গড়ে ওঠে।

এক পযার্য়ে ওই কলেজছাত্রীকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন আবদুছ সাত্তার। বন্ধুকে দিয়ে আবার সেই ধর্ষণের ভিডিও করেন। সেই ভিডিওর ভয় দেখিয়ে আব্দুর সাত্তার ও তার এক বন্ধু ওই কলেজছাত্রীকে আবারও ধর্ষণ করেন। এরপর গত বৃহস্পতিবার ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই ছাত্রীকে আব্দুর ছাত্তার ও তার বন্ধুরা পালাক্রমে আবারও ধর্ষণ করেন এবং সেই ধর্ষণের দৃশ্য ভিডিও করেন।

এ সময় ওই ছাত্রী অসুস্থ হলে ধর্ষকরা পালিয়ে যান। শুক্রবার রাতে এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি মামলা করে। সেই মামলায় ছয়জনকে আটক করে পুলিশ।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন-নবী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ছয় জনকে আটক করা হয়েছে। আটকৃতদের রবিবার আদালতের মাধ্যমে লালমনিরহাট কারাগারে পাঠানো হবে।


বাংলাদেশ গ্লোবাল/এমএন

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন