ঢাকা      মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
শিরোনাম

বিপিএলে খেলোয়াড় ধরে রাখা ও সরাসরি চুক্তির নীতি কী হবে?

IMG
05 October 2024, 7:37 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: সবকিছু ঠিক থাকলে আগামী ২৭ ডিসেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তার আগে ১৪ অক্টোবর বিপিএলের প্লেয়ার্স ড্রাফট হবে। বিপিএল নিয়ে প্রাথমিক আলোচনায় এসব বিষয় চূড়ান্ত। কিন্তু অনেক কিছুই আলোচনার বাইরে ছিল। তবে শনিবার মিরপুরে বিসিবির কার্যালয়ে বিপিএলের রোডম্যাপ নির্ধারণে অংশগ্রহণকারী সাত ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিদের নিয়ে আলোচনায় বসেছিল বোর্ড।

বিসিবি সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে এই আলোচনায় বসার মূল কারণ, সাত ফ্র্যাঞ্চাইজিদের একসঙ্গে বসিয়ে তাদের দাবি দেওয়া জেনে নেওয়া। প্লেয়ার্স ড্রাফটের আট দিন বাকি থাকলেও বিসিবি এখনও খেলোয়াড় রিটেনশন বা ধরে রাখা এবং সরাসরি চুক্তির নীতি ঠিক করতে পারেনি!

শনিবারের সভাতে পুরানো চার দল রংপুর, খুলনা, সিলেট ও বরিশাল ছাড়াও নতুন তিন দল ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ঢাকার নতুন মালিকানা পেয়েছে রিমার্ক হারল্যান। প্রথম দুই আসরে চট্টগ্রামের দল চালিয়েছিল এসকিউ স্পোর্টস। তারা আবার ফিরেছে। এছাড়া রাজশাহীর মালিকানায় আছে রূপা গ্রুপ।

এদিন আলোচনার মূল উদ্দেশ্য ছিল প্লেয়ার্স রিটেনশন, অ্যাভেইলেবিলিটি, সরাসরি চুক্তি, গ্রেডিং পলিসি চূড়ান্ত করা। এর মধ্যে গ্রেডিং পলিসি ঠিক করার কাজ করছেন জাতীয় নির্বাচক কমিটি। এছাড়া বাকি কাজ বিপিএলের আয়োজক বিপিএল গভর্নিং কাউন্সিল করছে।

আজকের বৈঠকে খেলোয়াড়দের রিটেনশন পলিসি ও সরাসরি চুক্তি নিয়ে আলোচনা হয়েছে বেশি। কেউ কেউ সর্বোচ্চ তিনজন রিটেনশন চাইলেও কারও কাছ থেকে একজন করার প্রস্তাব এসেছে। উপস্থিত ফ্যাঞ্চাইজিরা সবাই সবার মতামত তুলে ধরেছেন। বিসিবি তাদের মতামত দিয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই বিপিএলের পুরো গাইডলাইন ও রোডম্যাপ চূড়ান্ত হয়ে যাবে।

সভা শেষে বেরিয়ে যাওয়ার পথে ঢাকার ফ্যাঞ্চাইজি কিনে নেওয়া রিমার্ক হ্যারলানের প্রতিনিধি ও ঢাকা দলের প্রধান নির্বাহী কর্মকর্তা আতিক ফাহাদ গণমাধ্যমকে বলেছেন, ‘বিসিবি প্রাথমিকভাবে চিন্তা করেছিল, যারা পুরানো দল আছে, দুজন খেলোয়াড় রিটেইন করতে পারবে। একজন ডিরেক্ট সাইনিং করতে পারবে। আমাদের যাদের নতুন দল তারা তিনজন ডিরেক্ট সাইনিংয়ের কথা বলেছে। এখন অন্যান্য ফ্র্যাঞ্চাইজিরা এতে কিছুটা আপত্তি জানিয়েছে। সে কারণে এখনও কোনও গাইডলাইন চূড়ান্ত হয়নি।’

রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম বলেছেন, ‘অবশ্যই পুরানো ফ্র্যাঞ্চাইজি আর নতুন ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে কিছু চাওয়া পাওয়া থাকবে। সেই চাওয়া পাওয়াগুলো আমরা তাদের জানিয়েছি। তারা খুব ভালোভাবে এটা গ্রহণ করেছে এবং এক-দুই দিনের মধ্যে যে ফাইনাল নিয়ম কী হওয়া উচিত, ডিরেক্ট সাইনিং কতটা সেটাও চূড়ান্ত হয়ে যাবে।’

রংপুরের দাবি, ‘যদি নতুন দলগুলোকে আমাদের সমান ডিরেক্ট সাইনিং দেওয়া হয় তাহলে আমাদেরকেও দেওয়া উচিত। বড় আকারের কথা বলছি, ডিরেক্টর সাইনিং তাহলে সবাইকেই দেওয়া হোক। আবার রিটেইন সরিয়েও দেওয়া যায়। কারণ যারা নতুন আসছে তাদের তো রিটেইন করার কিছু নেই। যেটাই হোক সবার জন্য যেন সুবিধা হয়, একই নিয়মে হয় সেটাই আমরা চাচ্ছি।’

এছাড়া বিদেশি খেলোয়াড়ের ডিরেক্ট সাইনিং নিয়ে রিমার্ক হ্যারলানের প্রতিনিধি ইমরান হাসান বলেছেন, ‘বিদেশি খেলোয়াড়দের ডিরেক্ট সাইনিংয়ে যেটা হয়েছে, আমরা আমাদের মতো করে পছন্দ করতে পারবো। এখন পর্যন্ত যে আলোচনা চারজন করে নিতে পারবো। এছাড়া ড্রাফট থেকে অ্যাভেইলেবিলিটির ওপর নির্ভর করবে আমাদের কতজন বিদেশি প্রয়োজন।’


বাংলাদেশ গ্লোবাল/এমএন

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন