ঢাকা      রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১
শিরোনাম

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

IMG
05 October 2024, 8:16 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। শনিবার (৫ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল।

বাংলাদেশ একাদশ: সাথী রানী, দিলারা আক্তার, শোভনা মোস্তারি, নিগার সুলতানা (অধিনায়ক/ উইকেটকিপার), তাজ নেহার, ঝর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, নাহিদা আক্তার ও মারুফা আক্তার।

ইংল্যান্ড একাদশ: মাইয়া বাউচিয়ার, ড্যানিয়েল ওয়াট-হজ, অ্যালিস ক্যাপসি, ন্যাট সাইভার-ব্রান্ট, হিদার নাইট ((অধিনায়ক), অ্যামি জোন্স (উইকেটকিপার), ড্যানিয়েল গিবসন, সোফি একলেস্টোন, শার্লট ডিন, সারাহ গ্লেন ও লিন্সে স্মিথ।

শারজায় স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে নিগার সুলতানা জ্যোতির দল খেলেছে দুর্দান্ত। স্কটিশদের বিপক্ষে ১৬ রানের দারুণ একত জয়ের পর আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাঘিনীরা।


বাংলাদেশ গ্লোবাল/এমএন

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন