ঢাকা      সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
শিরোনাম

কেরানীগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩

IMG
06 October 2024, 11:01 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ঢাকার কেরানীগঞ্জে একটি খাবারের দোকানে কাভার্ডভ্যানের ধাক্কায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত আট জন। এতে কয়েকটি দোকানও পুড়ে যায়।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে কেরানীগঞ্জের রামেরকান্দা বোর্ডিং এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে ওই এলাকার সড়কে কাভার্ডভ্যানকে ধাক্কা দেয় নবাবগঞ্জগামী একটি ট্রাক। এ সময় ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই খাবারের দোকানের গ্যাস সিলিন্ডারে ধাক্কা দেয়। এতে সিলিন্ডারটি বিস্ফোরণ হলে মুহূর্তেই দোকানে আগুন ধরে যায়। এরপর সেই আগুন আশপাশের আরও কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. কাজল জানিয়েছেন, আগুনে তিনটি দোকানের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। তিন জন নিহত ও আট জন আহত হয়েছেন।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন জানান, এখনো হতাহতদের পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, কেরানীগঞ্জের রোহিতপুর এলাকা থেকে দগ্ধ দু'জনকে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে মিন্টুর শরীরের ৫২ শতাংশ আর হাশেমের ৬ শতাংশ দগ্ধ হয়েছে। দু'জনকে জরুরি বিভাগে ভর্তি দেওয়া হয়েছে। মিন্টুর অবস্থা আশঙ্কাজনক।


বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন