ঢাকা      সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
শিরোনাম

ভারতের বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

IMG
06 October 2024, 11:44 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: গোয়ালিয়রে স্বাগতিক ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আজ মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। এই ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ। অভিষেক হতে পারে কিনা; তা নিয়েও রয়েছে জল্পনা।

সাকিব আল হাসান না থাকায় একাদশে তার জায়গা নেবেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এছাড়াও একাদশে সুযোগ মিলতে পারে স্পিনার রাকিবুল হাসানের। আর সেটি হলে অভিষেক হবে তার।

একাদশে সুযোগ পেতে পারেন ওপেনার পারভেজ হোসেন ইমনও। সেক্ষেত্রে ওপেনার তানজিদ হাসান তামিম বাদ পড়তে পারেন। তবে একাদশে তিন পেসার থাকছেন এটুকু এক রকম নিশ্চিত।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস (উইকেটরক্ষক), পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, রিশাদ হোসেন, রাকিবুল হাসান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন