ঢাকা      শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১
শিরোনাম

পাকিস্তানে বিমানবন্দরের কাছে বিস্ফোরণ, নিহত ২

IMG
07 October 2024, 10:45 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: পাকিস্তানে বোমা বিস্ফোরণে দুই চীনা নাগরিক প্রাণ হারিয়েছেন। রবিবার (৬ অক্টোবর) রাতে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এই হামলা হয়। এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে চিহ্নিত করেছে পাকিস্তানে অবস্থিত চীনা দূতাবাস। হামলায় অন্তত ১০ জন আহত হওয়ার খবর জানিয়েছে পাকিস্তানি সম্প্রচারমাধ্যম জিও নিউজ। তাৎক্ষণিকভাবে হামলার প্রকৃতি নিশ্চিত হওয়া যায়নি।

সাংবাদিকদের কাছে ইমেইলে পাঠানো এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি (বিএলএ)। প্রকৌশলীসহ চীনা নাগরিকদের উদ্দেশ্য করে এই হামলা চালানোর দাবি করেছে তারা। হামলায় গাড়িতে স্থাপনযোগ্য ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ব্যবহার করা হয়েছে।

এই ঘটনায় করাচি পুলিশের কোনও বক্তব্য পাওয়া যায়নি। চীনা দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, বিমানবন্দরের কাছে পোর্ট কাশিম ইলেকট্রিক পাওয়ার কোম্পানির একটি গাড়িবহরে হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তানে অবস্থিত চীনা দূতাবাস ও কনস্যুলেট জেনারেলের কার্যালয় এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। আমরা দুদেশের ভুক্তভোগীদের জন্য গভীরভাবে শোকাহত। ভুক্তভোগী ও তাদের পরিবারের জন্য আমরা সমবেদনা প্রকাশ করছি।’

আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী বালুচিস্তান প্রদেশ পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত। বিএলএ এই প্রদেশের স্বাধীনতা চায়। আগস্টে দলটির সমন্বিত আক্রমণে ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

আরব সাগরের কৌশলগত বন্দর গোয়াদারের মতো যেসব ক্ষেত্রে চীনের স্বার্থ রয়েছে, সেগুলোকে লক্ষ্যবস্তু করে থাকে বিএলএ। এর আগেও চীনা কর্মকর্তাদের হত্যা ও করাচিতে বেইজিং কনস্যুলেটে হামলা চালিয়েছে গোষ্ঠীটি। তাদের অভিযোগ, বালুচিস্তানকে শোষণ করতে ইসলামাবাদকে সহায়তা করছে বেইজিং।


বাংলাদেশ গ্লোবাল/এমএন

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন