ঢাকা      সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
শিরোনাম

খিলগাঁওয়ে অপহৃত কিশোরী কুষ্টিয়াতে উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

IMG
08 October 2024, 5:13 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর খিলগাঁও এলাকা থেকে অপহৃত কিশোরী উদ্ধারসহ এক অহরহণকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলগাঁও থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম শাকিল হোসেন।

আজ মঙ্গলবার (৮ অক্টোবর) ভোর চারটায় কুষ্টিয়ার খোকসা থানা এলাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ।

এর আগে, সোমবার খিলগাঁও থানায় একটি অপহরণ মামলা রুজু হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত বুধবার (২ অক্টোবর) সকালে খিলগাঁওয়ের বনশ্রীর বাসার সামনে থেকে অজ্ঞাতনামা ব্যক্তিরা কিশোরীকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের মায়ের অভিযোগের প্রেক্ষিতে খিলগাঁও থানায় মামলাটি রুজু হয়।

মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অপহরণকারী ও ভিকটিমের অবস্থান শনাক্ত করা হয়। এরপর মঙ্গলবার ভোর ৪টায় কুষ্টিয়ার খোকসা থানার পাইকপাড়া মির্জাপুরে অভিযান চালিয়ে অপহরণকারী শাকিলকে গ্রেপ্তার এবং ভিকটিমকে উদ্ধার করা হয়।

খিলগাঁও থানার মামলায় গ্রেপ্তার শাকিলকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন