ঢাকা      রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১
শিরোনাম

বায়ুদূষণে আজ বিশ্বে তৃতীয় ঢাকা

IMG
09 October 2024, 10:27 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বায়ুদূষণে আজ বুধবার বিশ্বের ১০০টি শহরের মধ্যে সকাল সোয়া নয়টার দিকে রাজধানী ঢাকার অবস্থান তৃতীয়। এ সময় আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ১৭৩। বাতাসের এই মান ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।

বৃষ্টির জন্য গত দুই দিন বাতাসের মান কিছুটা ভালো ছিল। এরপর আবার দূষণ বাড়তে শুরু করেছে।

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।

আজ সকাল সোয়া নয়টার দিকে বায়ুদূষণে প্রথম ও দ্বিতীয় অবস্থানে ছিল ইরাকের বাগদাদ ও ভারতের দিল্লি। দুই শহরের স্কোর যথাক্রমে ২১৫ ও ১৮১।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে মাঝারি বা গ্রহণযোগ্য মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়।

১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর মধ্যে আছেন বয়স্ক, শিশু, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বা।

স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা অস্বাস্থ্যকর বাতাস। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে খুবই অস্বাস্থ্যকর বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ ধরা হয়।

ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর। এই বায়ু সেবন যেকোনো মানুষের জন্যই ক্ষতিকর। আজ ঢাকা ও আশপাশের যে তিন অঞ্চলের দূষণ পরিস্থিতি অপেক্ষাকৃত বেশি খারাপ, সেগুলোর মধ্যে আছে আইসিডিডিআরবি, মার্কিন দূতাবাস ও গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকা। এসব স্থানে দূষণের স্কোর যথাক্রমে ২৪১, ২০৪ ও ১৮৪।

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫–এর উপস্থিতি। আজ ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে সাড়ে ১৬ শতাংশ বেশি।


বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন