ঢাকা      রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১
শিরোনাম

মহারাষ্ট্রে ১ দিনের শোক, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হবে রতন টাটার অন্ত্যেষ্টিক্রিয়া

IMG
10 October 2024, 3:51 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ভারতের শীর্ষস্থানীয় শিল্পপতি রতন টাটা মারা গেছেন। মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়েছেন, টাটার অন্ত্যেষ্টিক্রিয়া পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হবে, জানিয়েছেন মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তার মৃত্যুতে রাজ্যজুড়ে একদিনের শোক পালনের ঘোষণা দেন শিন্ডে।

গতকাল বুধবার মুম্বাইয়ের একটি হাসপাতালে রতন টাটার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। খবর এনডিটিভির

রতন টাটার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ বৃহস্পতিবার মহারাষ্ট্রের সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এদিনের জন্য নির্ধারিত সব ধরনের বিনোদনমূলক অনুষ্ঠানও বাতিল করা হয়েছে।

বিশিষ্ট এই শিল্পপতির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিশিষ্টজন।

ভারতীয় গণমাধ্যম এনটিভি জানিয়েছে, সর্বসাধারণকে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ দেওয়ার জন্য আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মুম্বাইয়ের নরিম্যান পয়েন্টের ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টস (এনসিপিএ) এ রতন টাটার মৃতদেহ রাখা হবে।

রতন টাটার জন্ম ১৯৩৭ সালের ২৮ ডিসেম্বর মুম্বাইয়ে পারসিক পরিবারে। কর্নেল ইউনিভার্সিটি থেকে স্থাপত্যে স্নাতকোত্তর রতন টাটা সত্তরের দশকে টাটা গ্রুপের ম্যানেজারের দায়িত্ব পান। ১৯৯১ সালে তিনি টাটা গ্রুপের কর্ণধার হন। প্রথমে পরিবারিকভাবে কিছুটা আপত্তি উঠলেও দ্রুতই তার গ্রহণযোগ্যতা বাড়ে। তার ২১ বছরে টাটা গ্রুপের আয় হয় ৪০ গুণ; মুনাফার হিসাবে তা ৫০ গুণ। ২০১৭ সালে টাটা গ্রুপের দায়িত্ব ছাড়েন তিনি। এর পর সমাজসেবামূলক কাজে যুক্ত ছিলেন।

রতন টাটার সবচেয়ে বেশি পরিচিত গাড়ি সহজলভ্য করার জন্য। তিনিই প্রথম উপমহাদেশের মধ্যবিত্তকে চার চাকার স্বপ্ন দেখান। পশ্চিমবঙ্গের সিঙ্গুরে ন্যানো গাড়ির কারখানা তার হাতেই শুরু। তিনি শিল্প শুধু মুনাফা অর্জনের জন্য নয়; মানবসেবার জন্যও– এই নীতিতে প্রতিষ্ঠান গড়েছিলেন। সারাজীবনের আয়ের ৬০ থেকে ৬৫ শতাংশ জনকল্যাণে দান করে গেছেন তিনি।

রতন টাটা ২০০০ সালে ভারতের ‘পদ্মভূষণ’ এবং ২০০৮ সালে ‘পদ্মবিভূষণ সম্মান’ পান। এ ছাড়া বিভিন্ন রাষ্ট্র, বিশ্ববিদ্যালয়, রানী দ্বিতীয় এলিজাবেথ, রাজা তৃতীয় চার্লসও তাকে বিশেষভাবে সম্মানিত করেন। রতন টাটা বিয়েবন্ধনে আবদ্ধ হননি।

বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন