ঢাকা      বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
শিরোনাম

বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠক স্থগিত

IMG
26 October 2024, 12:14 PM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠক স্থগিত করা হয়েছে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে আগামী মাসে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

তথ্যটি নিশ্চিত করেছে ভারতের গণমাধ্যম- পিটিআই। সংবাদমাধ্যমটি জানিয়েছে, বাংলাদেশের পরিকল্পনায় পরিবর্তনের কারণে বৈঠক স্থগিত করা হয়েছে।

বিজিবি ও বিএসএফ প্রধানদের নেতৃত্বে বছরে দুইবার এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হয়। এবার ১৮ থেকে ২২ নভেম্বর মধ্যে নয়াদিল্লিতে এ বৈঠক হওয়ার কথা ছিলো। যা শেখ হাসিনা সরকার পতনের পর এই প্রথম।

পিটিআই জানিয়েছে, বাংলাদেশের পক্ষ থেকেই আলোচনার জন্য দ্রুত পরবর্তী তারিখ ঠিক করতে কাজ চলছে। সবশেষ চলতি বছরের মার্চে ঢাকায় মহাপরিচালক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছিলো।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন