ঢাকা      বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
শিরোনাম

হবিগঞ্জে মা-মেয়েকে হত্যা মামলায় ৩ জনের ফাঁসি

IMG
29 October 2024, 5:56 PM

হবিগঞ্জ, বাংলাদেশ গ্লোবাল: হবিগঞ্জের বাহুবলে মা ও মেয়েকে হত্যা মামলায় তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার অতিরিক্ত দায়রা জজ (২) আদালতের বিচারক মোহাম্মদ ইয়াছির আরাফাত এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বাহুবল উপজেলার নোয়াঐ গ্রামের মনির মিয়া, একই উপজেলার দ্বিগাম্বর বাজার এলাকার আমির হোসেন ও আব্দুল হান্নান।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২১ সালের ১৭ মার্চ দিবাগত রাতে বাহুবল উপজেলার পুটিজুরি বাজারের একটি দ্বিতল ভবনের একটি কক্ষে আসামিরা ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে বাসার বাসিন্দা অঞ্জলি মালাকার (৩৫) ও তার মেয়ে পূজা মালাকারকে (৮) হত্যা করে পালিয়ে যায়।

ঘটনার পরদিন নিহত অঞ্জলির স্বামী সঞ্জিত চন্দ্র বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে বাহুবল থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার প্রেক্ষিতে ২০২২ সালের ৩১ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা প্রজিত সরকার তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন।

আদালত ২০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন।

হবিগঞ্জের অতিরিক্ত পিপি হাবিবুর রহমান বলেন, রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন। আমরা চাই দ্রুত রায় কার্যাকর করা হোক।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন