ঢাকা      মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

৮ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

IMG
30 October 2024, 4:52 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: দেড় মাসেরও বেশি দিন শূন্য থাকার পর দেশের আটটি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো জয়পুরহাট, রাজশাহী, রাজবাড়ী, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, দিনাজপুর, শরিয়তপুর ও নাটোর। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।

নতুন নিয়োগ পাওয়া ডিসিদের মধ্যে পরিকল্পনা বিভাগের উপপ্রধান আফরোজা আকতার চৌধুরীকে জয়পুরহাটে, চট্টগ্রামের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার আফিয়া আখতারকে রাজশাহী, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে রাজবাড়ী, সরকারি আবাসন পরিদপ্তরের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ নজরুল ইসলামকে সিরাজগঞ্জ, অর্থ বিভাগের উপসচিব তৌফিকুর রহমানকে কুষ্টিয়া, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মো. রফিকুল ইসলামকে দিনাজপুর, নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের পরিচালক মোহাম্মদ আশরাফ উদ্দিনকে শরিয়তপুরে এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব আসমা শাহীনকে নাটোরে নিয়োগ দেওয়া হয়েছে।

গত ৯ ও ১০ সেপ্টেম্বর দুই দফায় ৫৯ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল সরকার। কিন্তু এই নিয়োগের পর বিগত আমলে ‘বঞ্চিত’ একদল কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে হট্টগোল করেন। তখন এ নিয়ে বিতর্ক শুরু হলে লক্ষ্মীপুর, জয়পুরহাট, কুষ্টিয়া, রাজশাহী, সিরাজগঞ্জ, শরীয়তপুর, দিনাজপুর ও রাজবাড়ী জেলায় ডিসি নিয়োগের আদেশ বাতিল করা হয়েছিল। এ ছাড়া তখন চার জেলায় ডিসি পদে যাঁদের নিয়োগ দেওয়া হয়েছিল, পরে তাঁদের জেলা রদবদল করা হয়েছিল। এর মধ্যে যাঁকে টাঙ্গাইলে দেওয়া হয়েছিল, তাঁকে পঞ্চগড়; যাঁকে নীলফামারীতে দেওয়া হয়েছিল, তাঁকে টাঙ্গাইল; যাঁকে নাটোরে দেওয়া হয়েছিল, তাঁকে লক্ষ্মীপুর এবং যাঁকে পঞ্চগড়ে নিয়োগ দেওয়া হয়েছিল, তাঁকে নীলফামারীতে ডিসি করা হয়েছিল। এর ফলে আটটি জেলায় ডিসির পদ শূন্য ছিল। এখন সেগুলোতে নতুন ডিসি নিয়োগ দেওয়া হলো।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন