ঢাকা      বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
শিরোনাম

বাবাকে মেসেজ পাঠিয়ে গায়ক-অভিনেতার আত্মহত্যা

IMG
30 October 2024, 6:44 PM

এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: তরুণ মার্কিন অভিনেতা-গায়ক সেবাস্তিয়ান কিডার মারা গেছেন। শনিবার (২৬ অক্টোবর) জর্জিয়ার নিজ বাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ২৪ বছর।

আমেরিকার জনপ্রিয় রেসলার রিক ফ্লেয়ারের সৎ-ছেলে সেবাস্তিয়ান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিএমজেড জানিয়েছে, আত্মহত্যা করেছেন এই অভিনেতা। মৃত্যুর ঠিক আগমুহূর্তে তাঁর বাবাকে একটি মেসেজ পাঠিয়েছিলেন তিনি।

জর্জিয়ার গুইনেট কাউন্টি পুলিশ বিভাগের মুখপাত্র রায়ান উইন্ডারউইডেল মর্মান্তিক এ ঘটনার ব্যাপারে কথা বলেছেন। তিনি জানান, সেবাস্তিয়ান কিডারের বাবা পল (জন্মগত বাবা) জানিয়েছেন তিনি ছেলের কাছ থেকে প্রায় ৪টার দিকে একটি মেসেজ পেয়েছিলেন। মৃত্যুর প্রায় আগমুহূর্তে পাঠিয়েছিলেন সেই বার্তা। তাঁর বাবা পল তখন জরুরি সেবা ৯১১ নম্বরে ফোন করেন এবং ছেলেকে কিছুক্ষণ পর তাদের বাড়ি থেকে গুলিতে মৃত অবস্থায় পাওয়া যায়।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেবাস্তিয়ানের টেবিল থেকে একটি খাম পেয়েছেন, যার ভেতরে একটি চিরকুট রয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি স্প্রিংফিল্ড আর্মোরি হ্যান্ডগান উদ্ধার করা হয়েছে।

সেবাস্তিয়ানের সৎ-বাবা রিক ফ্লেয়ার তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লিখেছেন, সেবাস্তিয়ানের মৃত্যুতে মুষড়ে পড়েছেন তিনি। মা ওয়েন্ডি বার্লো জানিয়েছেন, ছেলের মৃত্যুর খবরে তিনি বিধ্বস্ত এবং হতবাক হয়েছেন।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন