ঢাকা      মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে বৈশ্বিক সমাবেশে বাংলাদেশের অংশগ্রহণ

IMG
31 October 2024, 10:09 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: সৌদি আরবের রিয়াদে দুই দিনব্যাপী (৩০-৩১ অক্টোবর) ইসরায়েল-ফিলিস্তিন সমস্যার দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নে আয়োজিত বৈশ্বিক সমাবেশের অনুষ্ঠানে অংশ নিয়েছে বাংলাদেশ।

বুধবার (৩০ অক্টোবর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুকে এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অতিরিক্ত পররাষ্ট্র সচিব ড. নজরুল ইসলামের নেতৃত্বে দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নে আয়োজিত বৈশ্বিক সমাবেশের উদ্ধোধনী অনুষ্ঠানে অংশ নেয় বাংলাদেশ।

বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান ড. নজরুল ইসলাম এ সমাবেশ আয়োজনের জন্য আয়োজক দেশ সৌদি আরব ও গ্লোবাল অ্যালায়েন্সের সহ-আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

প্রতিনিধি দল ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্য অঞ্চলে সার্বিক ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধানের জন্য সুনির্দিষ্ট ও সময়সীমা বেঁধে দেওয়ার পদক্ষেপসহ একটি রোডম্যাপের প্রতিশ্রুতিতে পৌঁছানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

সৌ‌দি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বিন আব্দুল আজিজ উচ্চ পর্যায়ের অনুষ্ঠানটি উদ্বোধন করেন।

অনুষ্ঠানে ওআইসি, আরব লীগ ও জাতিসংঘের সদস্য দেশের প্রায় ৯০টি প্রতিনিধি দল অংশগ্রহণ করে।

অংশগ্রহণকারী প্রতিনিধিদের আলোচনা থেকে একটি রোডম্যাপ গ্রহণের লক্ষ্যে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি সভা অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন