ঢাকা      শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

IMG
31 October 2024, 10:13 AM

ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ গ্লোবাল: ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য মেহেদি হাসান লেলিনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩০ অক্টোবর) দিনগত রাত ২টায় শহরের ছয়বাড়িয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

লেলিন শহরের কাজীপাড়া এলাকার বাসিন্দা মৃত দুলাল মিয়ার ছেলে। বর্তমানে মেহেদি হাসান লেলিন ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মেহেদি হাসান লেলিনকে মাদ্রাসা ছাত্রকে হত্যা, ছাত্র জনতার ওপর হামলা ও বিস্ফোরণের ঘটনাসহ তিন মামলায় গ্রেপ্তার করা হয়েছে। শুধু তাই নয়, আগেও তার বিরুদ্ধে অস্ত্র মামলা রয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরের মধ্যে তাকে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন