ঢাকা      মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

লেবাননের বালবেক শহরে ইসরায়েলের হামলা, আট নারীসহ নিহত ১৯

IMG
31 October 2024, 11:38 AM

আন্তর্জাতিক ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: লেবাননের পূর্বাঞ্চলীয় শহর বালবেক থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশের পর হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এতে আট নারীসহ ১৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায়।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বালবেক থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশের কয়েক ঘণ্টা পরই শহরটিতে হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এতে আট নারীসহ ১৯ জন নিহত হয়েছে।

শহরটির মেয়র মুস্তাফা আল-শেল বিবিসিকে বলেছেন, বালবেক এলাকায় বুধবার বিকেলে ২০টিরও বেশি হামলার খবর পাওয়া গেছে। যার মধ্যে পাঁচটি শহরের ভিতরেই। এর মধ্যে ইউনেস্কোর তালিকাভুক্ত প্রাচীন রোমান মন্দির কমপ্লেক্স রয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননের বালবেক এবং নাবাতিয়েহে হিজবুল্লাহ কমান্ড-এন্ড-কন্ট্রোল সেন্টার এবং অবকাঠামোতে হামলা চালিয়েছে।

সামরিক বাহিনী আরও জানায়, বালবেকের বেকা উপত্যকায় হিজবুল্লাহর জ্বালানি ডিপোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে এর বিস্তারিত কিছু জানায়নি ইসরায়েল।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থায় আল-শেল বলেছেন, হামলায় ডোরিস শহরের ডিজেল ট্যাঙ্কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে।

এদিকে হিজবুল্লাহর নতুন সেক্রেটারি-জেনারেল নাইম কাসেম বলেছেন, গোষ্ঠীটি তার নেতৃত্বে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে।

উল্লেখ্য, লেবাননে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ২ হাজার ৭৮৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ হাজার ৭৭২ জন। আর বাস্তুচ্যুত হয়েছে ৮৫ শতাংশ লেবানিজ।

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন