ঢাকা      শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

IMG
31 October 2024, 4:16 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: প্রথম ইনিংসের মত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিক বাংলাদেশ। ৪১৬ রানে পিছিয়ে থেকে ফলো-অনে পড়ে তৃতীয় দিনের চা-বিরতি পর্যন্ত ১৫ ওভারে ৪ উইকেটে ৪৩ রান করেছে টাইগাররা। ইনিংস হার এড়াতে আরও ৩৭৩ রান করতে হবে বাংলাদেশকে।

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৫৭৫ রানের জবাবে ১৫৯ রানে অলআউট হয় বাংলাদেশ।

দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ১১, সাদমান ইসলাম ৬, জাকির হাসান ৭ ও মোমিনুল হক শূণ্য রান করেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৩ রানে অপরাজিত আছেন। দক্ষিণ আফ্রিকার সেনুরান মুতুসামি ২টি, ডেন প্যাটারসন ও কেশব মহারাজ ১ উইকেট নেন।

এর আগে দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে করা ৪ উইকেটে ৩৮ রান নিয়ে আজ খেলতে নামে বাংলাদেশ। ৪৮ রানে অষ্টম উইকেট পতনের পর নবম উইকেটে ১৭২ বলে ১০৩ রানের জুটি গড়ে বাংলাদেশকে দ্রুত গুটিয়ে যাবার লজ্জা থেকে রক্ষা করেন মোমিনুল হক ও তাইজুল ইসলাম।

৬ রানে দিন শুরু করে টেস্ট ক্যারিয়ারের ২০তম হাফ-সেঞ্চুরির ইনিংসে ৮২ রান করেন মোমিনুল। ১১২ বলে ৮টি চার ও ২টি ছক্কা মারেন তিনি। ১টি বাউন্ডারিতে ৩০ রান করেন তাইজুল।

পেসার কাগিসো রাবাদা ৩৭ রানে ৫ উইকেট নেন। টেস্ট ক্যারিয়ারে ১৬তমবারের মত ইনিংসে ৫ উইকেট নিলেন এই ফরম্যাটের এক নম্বর বোলার রাবাদা।

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন