ঢাকা      মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

মোস্তাফিজকে ছেড়ে দিয়েছে চেন্নাই

IMG
01 November 2024, 9:44 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ২০২৫ আইপিএলের মেগা নিলামের আগে বৃহস্পতিবার ছিল খেলোয়াড় রিটেইন করে রাখার শেষ দিন। এদিন মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিলো চেন্নাই সুপার কিংস। মানে সামনের আসরে দল পেতে বাংলাদেশি পেসারকে নিলামে ওঠাতে হবে তার নাম। মোস্তাফিজের মতো আরেক আন্তর্জাতিক ক্রিকেটার ডেভন কনওয়েকে ছেড়ে দিয়েছে চেন্নাই। তবে আলোচিত মহেন্দ্র সিং ধোনি টিকে গেছেন।

এদিকে এক দশক পর ট্রফি জয়ে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দেওয়া শ্রেয়াস আইয়ারকেও ছেড়ে দিয়েছে। তার সঙ্গে দল পেতে নিলামে নাম তুলতে হবে জস বাটলার, ঋষভ পান্ত, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার, মিচেল স্টার্কের মতো খেলোয়াড়দেরও। নতুন আসরের জন্য খেলোয়াড় ধরে রাখার সর্বশেষ দিন ছিল আজ। প্রতিটি দলের জন্য সর্বশেষ আসরের পাঁচ আন্তর্জাতিক ছয়জন খেলোয়াড় ধরে রাখার সুযোগ ছিল।

কিন্তু ১০ ফ্র্যাঞ্চাইজির মধ্যে কেবল কলকাতা ও রাজস্থান রয়্যালস এই সুবিধা নিয়েছে। বাকিদের কেউ পাঁচজন, আবার কেউ চারজন রেখেছে। মূলত নিলাম থেকে খেলোয়াড় কেনাই তাদের উদ্দেশ্য। সবচেয়ে কম দুজনকে ধরে রেখেছে পাঞ্জাব কিংস। সর্বোচ্চ ১১০.৫ কোটি রুপি হাতে নিয়ে নিলামে অংশ নিবে তারা।


বাংলাদেশ গ্লোবাল/এমএন

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন