ঢাকা      মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

চবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পাশে মিললো চিরকুট

IMG
01 November 2024, 2:56 PM

চট্টগ্রাম , বাংলাদেশ গ্লোবাল: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অর্থনীতি বিভাগের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম তাজরিয়ান আহমেদ সোয়ারা। শুক্রবার (১ নভেম্বর) ভোর ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসের একটি বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় ওই ঘর থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থী তাজরিয়ান বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, খবর পেয়ে ওই বাসায় গিয়ে সোয়ারাকে সিলিংফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককের বাসায় ভাড়া থাকতেন তিনি। পরে পুলিশের মাধ্যমে মরদেহ উদ্ধার করে থানায় পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, বাবা-মায়ের মধ্যে সম্পর্কের ফাটলের কারণে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। মেয়েটির পরিবার ও সহপাঠীদের সাথে কথা বলে চিরকুটের রহস্য উদঘাটনের চেষ্টা করছে পুলিশ।


বাংলাদেশ গ্লোবাল/এমএন

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন