ঢাকা      মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

শান্তকে অধিনায়ক রেখে আফগানিস্তান সিরিজের দল ঘোষণা

IMG
01 November 2024, 9:37 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি। দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন ফাস্ট বোলার নাহিদ রানা।

বাংলাদেশ দল সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে গত মার্চে। সেই সিরিজের শেষ ম্যাচের দল থেকে বাদ পড়েছেন এনামুল হক, তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ। সেই সিরিজের প্রথম দুই ম্যাচের দলে ছিলেন পেসার তানজিম হাসান। কাঁধের চোটের কারণে তাঁকে আফগানিস্তান সিরিজের দলে রাখা হয়নি। অসুস্থতার কারণে দলে নেই উইকেটকিপার–ব্যাটসম্যান লিটন দাস। আফগানিস্তান সিরিজ থেকে বিশ্রাম নিয়েছেন সাকিব আল হাসান।

আফগানিস্তান সিরিজের আগে সবচেয়ে আগ্রহ ছিল অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে। তিন সংস্করণের ক্রিকেটে বাংলাদেশ দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন তিনি। এ নিয়ে চট্টগ্রামে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় টেস্টের পর বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে কথাও হয়েছে নাজমুলের। সেই বৈঠকের পর আজ শান্তকে অধিনায়ক রেখে দল ঘোষণা করেছে বিসিবি।

বাংলাদেশ দল আগামী ৩ ও ৪ নভেম্বর দুই গ্রুপে ভাগ হয়ে সংযুক্ত আরব আমিরাতে যাবে। দুই দলের প্রথম ওয়ানডে ম্যাচটি হবে ৬ নভেম্বর। ৯ ও ১১ নভেম্বর হবে পরের দু’টি ম্যাচ। সিরিজের সব ক’টি ম্যাচ হবে শারজায়।

বাংলাদেশ দল: সৌম্য সরকার, তানজিদ হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন