ঢাকা      শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

উ. কোরিয়ার বিরুদ্ধে কিছু করুন: জেলেনেস্কি

IMG
02 November 2024, 5:05 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: পাশ্চাত্যের দেশগুলির প্রতি আহ্বান জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনেস্কি বলেছেন, শুধু চোখের দেখাই নয়, এবার বাস্তবে উত্তর কোরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। উত্তর কোরিয়ার সৈন্যরা ইউক্রেনে হামলার আগেই তাদের প্রতিরোধ করতে ব্যবস্থা নিন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনেস্কির টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক ভিডিও বার্তার বরাত দিয়ে শনিবার (২ নভেম্বর) যুক্তরাজ্যের বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানায়। খবরে বলা হয়, টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনেস্কি বলেছেন, সামরিক কৌশলের দিক দিয়ে উত্তর কোরিয়া অনেকখানি এগিয়ে গেছে। তারা ক্ষেপণাস্ত্র মোতায়েন করাসহ অস্ত্রও তৈরি করছে। দুঃখজনকভাবে বলতে হয়, তারা আধুনিক যুদ্ধের অনেক কিছুই রপ্ত করেছে।

পাশ্চাত্যের দেশগুলির প্রতি এ সময় আহ্বান জানিয়ে জেলেনেস্কি বলেন, এই প্রথমবারে মতো উত্তর কোরিয়ার কয়েক হাজার সেনা ইউক্রেন সীমান্তে যুদ্ধ করছে। ইউক্রেনীয়রা নিজেদের রক্ষায় বাধ্য হয়ে তাদের বিরুদ্ধে লড়াই করবে। কিন্তু বিশ্ব শুধুমাত্র তা তাকিয়ে তাকিয়েই দেখবে!

দুঃখের বিষয়, ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বরাদ্দের পরিবর্তে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং জার্মানি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। অথচ উত্তর কোরীয় সৈন্যদের প্রতিহত করতে আমাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দরকার।

ক্ষোভের সঙ্গে জেলেনেস্কি আরো বলেন, সবাই চায় যেন রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের আর বিস্তৃতি না ঘটে। এ জন্য শুধু তাকিয়ে তাকিয়ে দেখলেই চলবে না; তাদের এ জন্য কিছু একটা করতে হবে। শুধু মুখে মুখে বলেই যুদ্ধের বিস্তৃতি ঠেকানো যায় না। এ জন্য যথোপযুক্ত ব্যবস্থাও গ্রহণ করতে হবে।

এর আগে মঙ্গলবার (২৯ অক্টোবর) মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছিলেন, উত্তর কোরিয়ার ১০ হাজার সৈন্য রাশিয়ায় অবস্থান করছে। এর মধ্যে ৮ হাজার সৈন্য দক্ষিণ কুর্স্ক অঞ্চলে আগস্ট থেকে ইউক্রেনের সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন