ঢাকা      মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

বেনাপোল এক্সপ্রেস থেকে উদ্ধার ১১ কোটি টাকার এলএসডি মাদক

IMG
04 November 2024, 10:50 AM

কুষ্টিয়া, বাংলাদেশ গ্লোবাল: কুষ্টিয়ায় যাত্রীবাহী ট্রেন বেনাপোল এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে অন্তত ১১ কোটি টাকা মূল্যের মাদক দ্রব্য এলএসডি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

রোববার (৩ নভেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে যশোরের বেনাপোল হতে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনে (বেনাপোল টু ঢাকা) এলএসডির একটি বড় চালান ঢাকার দিকে যাচ্ছে। এমন তথ্যের ভিতিত্তে কুষ্টিয়া ব্যাটালিয়ন সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ রেলষ্টেশনে অবস্থান নেয়।

তিনি আরও জানান, বিকেল সাড়ে ৪টার দিকে বেনাপোন এক্সপ্রেস ট্রেনটি পোড়াদহ রেলষ্টেশনে পৌঁছালে বিজিবি টহলদল ট্রেনটি থামিয়ে তল্লাশী অভিযান পরিচালনা করে। ভল্লশীর এক পর্যাযে মালিকবিহীন অবস্থায় ৫০ এমএল এর ২১ বোতল এলএসডি উদ্ধার করে। এসময় ১৯টি ভারতীয় কম্বলও উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া এলএসডি ও কম্বলের বাজার মূল্য ১০ কোটি ৯৩ লাখ ১৪ হাজার টাকা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন