ঢাকা      মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

‘ট্রাম্প পেতে পারেন ৩ শতাধিক ইলেক্টোরাল ভোট’

IMG
06 November 2024, 12:41 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: চলমান মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ৩ শতাধিক ভোট পেয়ে রিপাবলিকান প্রার্থীর ডোনাল্ড ট্রাম্প জয়ী হতে পারেন। এ তথ্য জানিয়েছে মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

সাংবাদ মাধ্যমটি খবরে বলা হয়েছে, যে পরিস্থিতি চলছে, তাতে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প ইলেক্টোরাল কলেজের ৩০১ ও ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস ২৩৭টি পেতে পারেন।

এদিকে বার্তা সংস্থা এপির তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় বুধবার (৬ নভেম্বর) বেলা ১২টা পর্যন্ত পাওয়া ফলাফলে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২৪৭ এবং ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস ২১৪ ইলেক্টোরাল ভোট পেয়েছেন।

তবে আনুষ্ঠানিক ফল ঘোষণায় কয়েক দিন সময় লাগাতে পারে। দেশটির প্রতিটি রাজ্যে ভোটের পদ্ধতির নির্দিষ্ট বিধি রয়েছে। ভোট গণনার পদ্ধতিও আলাদা। তিন পদ্ধতির মাধ্যমে নেয়া হয় ভোট। হ্যান্ডমার্ক করা কাগজের ব্যালট, ব্যালট মার্কিং ডিভাইস বা বিএমডি ও ডাইরেক্ট রেকর্ডিং ইলেকট্রনিক বা ডিআরইয়রে মাধ্যম ভোট নেয়া হয়। এর মধ্যে বহুল প্রচলিত কাগজের ব্যালট ব্যবহৃত প্রায় ৭০ শতাংশ। ২৫ শতাংশেরও বেশি ভোটার ব্যবহার করেন কম্পিউটার নিয়ন্ত্রিত ভোটদান পদ্ধতি- বিএমডি।

দেশটিতে ভোট গণনার পদ্ধতিতেও রয়েছে কিছুটা ভিন্নতা। ভোটের দিন যে ভোট পড়ে তা প্রথমে গণনা করা হয়। এরপর আগাম ও ডাকযোগে আসা ভোট গণনা করা হয়। সবশেষে গণনায় করা হয় অভিবাসী ও সামরিক ভোট। মূলত যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য ডাকযোগে দেশের ভেতরে ও বাইরে থেকে গৃহীত ভোট গণনার প্রক্রিয়ায় বেশি সময় লাগে।


বাংলাদেশ গ্লোবাল/এমএন

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন