ঢাকা      শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

সিনেমাটিক কায়দায় অটোরিকশা ছিনতাইয়ের রহস্য উন্মোচন!

IMG
07 November 2024, 2:24 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: সিনেমাটিক পন্থায় যাত্রী সেজে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করছে রাজধানীর গেন্ডারিয়ার একটি ছিনতাইকারী চক্র। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। চক্রটির সঙ্গে আর কারা জড়িত সে বিষয়েও তদন্ত চলছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

অটোরিকশা মিস্ত্রি থেকে অটোরিকশা ছিনতাইকারী। সিনেমার গল্প এবার বাস্তবে দেখা গেছে রাজধানীর গেন্ডারিয়া এলাকায়।

সম্প্রতি যাত্রী সেজে অটোরিকশায় উঠে পরপর দুই জন চালককে একই কায়দায় পেছন থেকে ছুরি দিয়ে আঘাতের পর অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সংস্থাটি।

এ ঘটনায় দুই জন ছিনতাইকারীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার ছালেহ উদ্দিন।

তিনি জানান, দীর্ঘদিন ধরেই ছিনতাইকারী চক্রটি এ ধরণের কর্মকাণ্ড চালিয়ে আসছে। এ ঘটনায় আসামিরা ইতোমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।

অটোরিকশা ছিনতাই এবং চালককে হত্যার ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন