ঢাকা      শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

টেকনাফে ২.১২৫ কেজি আইস জব্দ

IMG
11 November 2024, 1:07 PM

কক্সবাজার, বাংলাদেশ গ্লোবাল: কক্সবাজারের টেকনাফে ২.১২৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ সোমবার ভোরে উপজেলার চৌধুরীপাড়া স্লুইচ গেইট এলাকা থেকে আইস জব্দ করে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) সদস্যরা।

জানা যায়, রোববার দিবাগত রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ হ্নীলা বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-১২ হতে আনুমানিক ২০০ গজ পূর্ব দিকে চৌধুরীপাড়া স্লুইচ গেইট নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে।

এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন সদর এবং হ্নীলা বিওপি’র দুটি চোরাচালান প্রতিরোধ টহল দল চৌধুরীপাড়া এলাকায় অবস্থান গ্রহণ করে। আনুমানিক ভোর ৪টা ২৫ মিনিটের সময় টহল দল একজন সন্দেহভাজন ব্যক্তিকে নাফ নদী পার হয়ে চৌধুরীপাড়া স্লুইচ গেইটের দিকে আসতে দেখে। তার গতিবিধি সন্দেহজনক পরিলক্ষিত হওয়ায় টহল দল উক্ত ব্যক্তিকে চ্যালেঞ্জ করে। বিজিবি টহল দলের উপস্থিতি বুঝতে পেরে তার পিঠে থাকা একটি ব্যাগ ফেলে দিয়ে অন্ধকারের সুযোগে নাফ নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল ওই স্থানে পৌঁছে তল্লাশি করে চোরাকারবারীর ফেলে যাওয়া ব্যাগের ভেতর থেকে ২.১২৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করে। পরে ওই এলাকায় ভোর সাড়ে ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোনো চোরাকারবারী কিংবা তার সহযোগীকে আটক করা সম্ভব হয়নি।

তবে চোরাকারবারীকে শনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন