ঢাকা      মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

মিঠুনকে খুনের হুমকি পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদের

IMG
12 November 2024, 8:55 AM

এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: সালমান খান ও শাহরুখ খানের পর এবার খুনের হুমকি মিঠুন চক্রবর্তীকে। জানা গেছে, প্রবীণ এই বলিউড অভিনেতা তথা বিজেপি নেতাকে খুনের হুমকি দিয়েছে দুবাই প্রবাসী পাকিস্তানের গ্যাংস্টার শাহজাদ ভাটি।

সম্প্রতি কলকাতায় বিজেপির সদস্যপদ অভিযান সভায় বিতর্কিত মন্তব্য করেছিলেন বর্ষীয়ান এই অভিনেতা। তৃণমূল নেতা হুমায়ুন কবিরের সাম্প্রদায়িক উসকানিমূলক মন্তব্যের পাল্টা জবাবেই মাটিতে পুঁতে দেওয়ার হুঙ্কার দিয়েছিলেন মিঠুন। এর প্রেক্ষিতে তার বিরুদ্ধে জোড়া এফআইআরও দায়ের হয়। এবার সেই মন্তব্যের জেরেই প্রাণনাশের হুমকিও পেলেন তিনি। তাকে ১০ থেকে ১৫ দিনের মধ্যে ক্ষমা না চাইলে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন শাহজাদ ভাটি।

হুমকি বার্তায় ওই পাকিস্তানি গ্যাংস্টার বলেছেন, আপনি আমাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন। যখন আপনার সিনেমা ফ্লপ করেছে, তখনও মুসলিমরা আপনাকে সম্মান করেছে এবং সমর্থন জানিয়েছে। আপনার মতো বয়সে অনেকেই এমন কিছু বলে ফেলেন, যা নিয়ে পরে আফসোস করেন। আপনাকেও ক্ষমা চাইতে হবে, না হলে চরম মাশুল দিতে হবে।

সিনেমার মতো হুমকি নয় এটা, তাও মনে করিয়ে দিয়েছেন শাহজাদ। তিনি বলেছেন, এটা সিনেমা নয়, এটা বাস্তব জীবন। আমি ভিডিওতে কাউকে হুমকি দিই না। এমন কোনও যুদ্ধে জড়াবেন না যেখানে জিততে পারবেন না।


বাংলাদেশ গ্লোবাল/এমএন

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন