ঢাকা      মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

মার্কো রুবিওকে পররাষ্ট্রমন্ত্রী বানাতে যাচ্ছেন ট্রাম্প

IMG
12 November 2024, 9:13 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: মার্কিন সিনেটর মার্কো রুবিওকে নতুন প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত করতে যাচ্ছেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্র জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য ট্রাম্পের শর্টলিস্টে থাকা রুবিও সম্ভবত সবচেয়ে যুদ্ধানুকূল মনোভাবাপন্ন হিসেবে বিবেচিত হচ্ছেন। বিগত কয়েক বছরে চীন, ইরান এবং কিউবাসহ আমেরিকার ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের প্রতি শক্তিশালী পররাষ্ট্রনীতির পক্ষে কথা বলেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ট্রাম্প জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণের পর ফ্লোরিডায় জন্ম নেয়া এই রাজনীতিবিদ আমেরিকার প্রথম লাতিনো পররাষ্ট্রমন্ত্রী হতে পারেন। যদিও সর্বদাই রূপ পরিবর্তনকারী হিসেবে পরিচিত ট্রাম্প শেষ মুহূর্তে তার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন। তবুও সোমবার (১২নভেম্বর) পর্যন্ত তিনি তার মনোনীত প্রার্থী হিসেবে রুবিওকে স্থির করেছেন বলে মনে হচ্ছে। এমনটাই জানিয়েছে সূত্র । তবে এ বিষয়ে ট্রাম্প ও রুবিওর প্রতিনিধিরা তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেননি।

নতুন প্রশাসন আগের চেয়ে আরও অস্থির এবং বিপজ্জনক বিশ্ব পরিস্থিতির সম্মুখীন হবে। কারণ ইউক্রেন এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে এবং চীন রাশিয়া ও ইরানের মতো মার্কিন শত্রুদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে। ইউক্রেনের সংকট রুবিওর এজেন্ডায় শীর্ষস্থানে থাকবে।

ট্রাম্পের কিছু সমর্থক অবশ্য তার সিদ্ধান্তে সন্দেহ প্রকাশ করেছেন। কারণ রুবিও বরাবর এমন শক্তিশালী পররাষ্ট্রনীতির পক্ষে ছিলেন যা ট্রাম্পের দৃষ্টিভঙ্গির সাথে সাংঘর্ষিক। যদিও সাম্প্রতিক বছরগুলোতে রুবিও কিছু ক্ষেত্রে তার অবস্থান নরম করেছেন, যাতে তা ট্রাম্পের দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্যপূর্ণ হয়।

আগের মার্কিন প্রেসিডেন্টদের আমেরিকাকে ব্যয়বহুল ও অকার্যকর যুদ্ধে নিপতিত করার জন্য দোষারোপ করেছেন ট্রাম্প এবং একটি সংযত পররাষ্ট্রনীতির পক্ষে মত দিয়েছেন।

রুবিও সাম্প্রতিক সাক্ষাৎকারে বলেছেন যে ইউক্রেনের উচিত রাশিয়ার সাথে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানো। পূর্বে দখলকৃত ইউক্রেনের সব ভূখণ্ড পুনরুদ্ধারের প্রতি মনোযোগ না দেওয়ার পরামর্শ দিযেছেন তিনি। তিনি ইউক্রেনের জন্য এপ্রিল মাসে পাস হওয়া ৯৫ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্যাকেজের বিরুদ্ধে ভোট দেয়া ১৫ জন রিপাবলিকান সিনেটরের একজন ছিলেন।


বাংলাদেশ গ্লোবাল/এমএন

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন