ঢাকা      মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

শাহজালালে এক ব্যক্তির পেট থেকে বের হলো ৩ হাজার ইয়াবা বড়ি

IMG
12 November 2024, 9:57 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: উড়োজাহাজে কক্সবাজার থেকে ঢাকায় আসার আগে কালো টেপে মোড়ানো ছোট্ট ছোট্ট ৭১টি পুঁটলি কলার সঙ্গে গিলে খান মো. জুয়েল মিয়া (৩৩)। ঢাকায় এসে নামার পর তিনি বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের হাতে আটক হন। পরে তাঁর পেট থেকে বের হয় ইয়াবা বড়ি ভর্তি এসব পুঁটলি।

আজ সোমবার ওই ব্যক্তিকে আটকের খবর জানিয়েছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন। তারা আরও জানিয়েছে, গত শুক্রবার বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে নতুন রাডার বিল্ডিংয়ের পূর্ব পাশ থেকে জুয়েলকে আটক করা হয়। তাঁর কথা সন্দেহজনক মনে হলে বিমানবন্দর এপিবিএনের বিশেষ টিম তাঁকে তাদের কার্যালয়ে নিয়ে যায়। সেখানে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জুয়েল জানান, তাঁর পেটে ইয়াবা বড়ি রয়েছে।

এপিবিএন জানায়, কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পরিবহনের উদ্দেশ্যে উড়োজাহাজে এসেছিলেন জুয়েল। পরে অভিযুক্তকে এক্স–রে করালে তাঁর পেটের ভেতরে অস্বাভাবিক ডিম্বাকৃতি বেশ কিছু বস্তুর অস্তিত্ব দেখা যায়। তিনি ইয়াবাগুলো কয়েক ভাগে ভাগ করে কালো টেপে মুড়িয়ে কলার সঙ্গে সেবন করেছেন বলে জানান। পরে তাঁর পেট থেকে এসব পুঁটলি বের করে দেখা যায় সেগুলোর মধ্যে ৩ হাজার ৮০টি ইয়াবা বড়ি রয়েছে।

জুয়েল মিয়ার বিরুদ্ধে ২০১৮ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কাছে মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন। পাকস্থলীতে অধিক পরিমাণে অস্বাভাবিক বস্তু বহনের কারণে অসুস্থ বোধ করলে জুয়েলকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্বাভাবিক আছে।


বাংলাদেশ গ্লোবাল/এমএন

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন