ঢাকা      শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্রনাথ শম্ভু গ্রেপ্তার

IMG
12 November 2024, 10:53 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর উত্তরা থেকে সাবেক এমপি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

আজ সোমবার ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

শম্ভু ১৯৯১ সাল থেকে শুরু করে তার নির্বাচনী এলাকা বরগুনা-১ এ পাঁচবার সংসদ সদস্য হয়েছেন। তাকে দুই দফায় খাদ্য ও নৌপরিবহন মন্ত্রণালয়ে উপমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

দীর্ঘ দিন ধরে অভিযোগ উঠছিল, তিনি ক্ষমতা ও প্রভাব খাটিয়ে বরগুনায় এমন পরিস্থিতি সৃষ্টি করেছিলেন যে, 'তাকে এড়িয়ে' কোনো 'উন্নয়ন' কাজ করা সম্ভব না।

আরও অভিযোগ রয়েছে, ২০০৯ সাল থেকে আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে তার নজরদারিতেই অপরাধ সংঘটিত হতো।

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন