ঢাকা      শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

চায়ের প্যাকেটে মিললো গাঁজা, কারবারি আটক

IMG
12 November 2024, 3:53 PM

এসআই মিলন, বাংলাদেশ গ্লোবাল: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় চায়ের প্যাকেটে করে গাঁজা পাচারকালে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তার কাছ থেকে ৬ কেজি গাঁজা জব্দ করা হয়।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের একবারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঢাকা-রংপুর মহাসড়কে একটি বাস থেকে তাকে আটক করা হয়।

আটক ওই যুবকের নাম সাইফুল ইসলাম (৩৫)। তার বাড়ি লালমনিরহাট সদর উপজেলায়।

গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মোস্তফা জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-রংপুর মহাসড়কে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এসময় রংপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহীবাসে তল্লাাশি চালিয়ে সাইফুল ইসলাম নামে এক যুবককে আটক করা হয়। এসময় তার কাছ থেকে চায়ের প্যাকেটে মোড়ানো ৬ কেজি গাঁজা জব্দ করা হয়। তার বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন