ঢাকা      শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

রোজার আগে ভোজ্যতেলসহ ১১ খাদ্যপণ্য বাকিতে আমদানির সুযোগ

IMG
12 November 2024, 4:45 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রমজান মাস আসার আগে ভোজ্যতেলসহ ১১টি খাদ্যপণ্য বাকিতে আমদানির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোজায় পণ্যের মজুত ও সরবরাহ স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ভোজ্যতেলসহ ১১টি খাদ্যপণ্য ৯০ দিনের সাপ্লায়ার্স বা বায়ার্স ক্রেডিটের আওতায় আমদানি করা যাবে। এই সুবিধা আগামী ৩১ মার্চ পর্যন্ত থাকবে। রোজায় ভোগ্যেপণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহ নিশ্চিত করতে এ নির্দেশনা দিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রণ সংস্থা।

পণ্যগুলো হলো চাল, গম, খেজুর, চিনি, ভোজ্যতেল, ছোলা, ডাল, ডিম, মটর, পেঁয়াজ ও মসলা। এর আগে, গত বছরও আটটি পণ্য আমদানিতে এই সুবিধা দেওয়া হয়েছিল।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন