ঢাকা      মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

সিরিয়ায় ইরান-সমর্থিত মিলিশিয়া লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে যুক্তরাষ্ট্র

IMG
13 November 2024, 7:46 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: যুক্তরাষ্ট্র মঙ্গলবার সিরিয়ায় ইরান-সমর্থিত মিলিশিয়াদের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। মিলিশিয়াদের নাম উল্লেখ না করে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জানিয়েছে, মার্কিন সৈন্যদের ওপর রকেট হামলার জবাবে গোষ্ঠীটির ‘অস্ত্র ভা-ার ও লজিস্টিকস সদর দফতরের স্থাপনাগুলোতে এ হামলা চালানো হয়।’

সেন্টকম জানায়, ‘আক্রমণের সময় মার্কিন স্থাপনা বা সৈন্য ও তাদের মিত্র বাহিনীর কোনো ক্ষতি হয়নি।’

পেন্টাগন জানায়, আগের দিন মার্কিন বাহিনী ইরান-সমর্থিত গোষ্ঠীটির ৯টি লক্ষ্যবস্তুতে হামলা চালায়।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি একথা জানায়।

পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, সোমবারের হামলায় ইরানের অনুগত গোষ্ঠীর চার সদস্য নিহত হয়েছে।

ইসলামিক স্টেট জিহাদি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার জন্য ২০১৪ সালে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে মার্কিন সেনাবাহিনীর প্রায় ৯০০ সৈন্য সিরিয়ায় ও ২,৫০০ সৈন্য ইরাকে মোতায়েন রয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরাইলে হামলা করার পর গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলের প্রতি ওয়াশিংটনের সমর্থনের কারণে ইরানপন্থী দলগুলো বারংবার ইরাক ও সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর হামলা চালিয়েছে।

যুক্তরাষ্ট্র একাধিকবার ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর ওপর পাল্টা-হামলার মাধ্যমে জবাব দিয়েছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন