ঢাকা      শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

লেবাননে এ পর্যন্ত নিহত ৪৭ ইসরায়েলি সেনা

IMG
14 November 2024, 10:29 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: গত ৩০ সেপ্টেম্বর লেবাননে ইসরায়েলের স্থল বাহিনীর অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত দেড় মাসে সেখানে নিহত হয়েছেন ৪৭ জন ইসরায়েলি সেনা। সর্বশেষ বুধবার ৬ জন সেনা প্রাণ হারিয়েছেন লেবাননে। এতে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৩ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। খবর আনাদোলু, আল জাজিরার।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় ৪৭ জন নিহত এবং ১৮২ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

উপত্যকাজুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনো ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন বলে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসারায়েলি ভূখণ্ডে হামাসের নজিরবিহীন হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে।

গাজায় ইসরায়েলের গণহত্যায় এ পর্যন্ত কমপক্ষে ৪৩ হাজার ৭১২ ফিলিস্তিনি নিহত এবং এক লাখ তিন হাজার ২৫৮ জন আহত হয়েছে।

গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় কমপক্ষে তিন হাজার ৩৬৫ জন নিহত এবং ১৪ হাজার ২৪৪ জন আহত হয়েছে।

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন