ঢাকা      মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সমন্বয় সভা

IMG
14 November 2024, 5:07 PM

কুড়িগ্রাম, বাংলাদেশ গ্লোবাল: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরে বিজিবি'র রংপুর সেক্টর এবং বিএসএফের ধুবরী সেক্টরের সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় বিজিবি'র রংপুর সেক্টরের আওতাধীন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধীনস্থ সোনাহাট বিওপি’র দায়িত্বপূর্ণ সোনাহাট স্থলবন্দরে বিজিবি'র রংপুর সেক্টর এবং বিএসএফের ধুবরী সেক্টরের মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সমন্বয় সভা শুরু হয়। সভায় বিজিবি’র ১৬ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দেন রংপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মামুনূর রশীদ, পিএসসি। বিএসএফের ১৬ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিএসএফ ধুবরী সেক্টরের ডিআইজি শ্রী আশুতোশ শার্মা, পিএমএমএস।

সমন্বয় সভায় অবৈধ অনুপ্রবেশ রোধ, সীমান্তের নিরীহ, নিরস্ত্র জনগনের ওপর হামলা, আহত বন্ধ করা, চোরাচালান ও মাদক পাচার রোধ, সীমান্তের ১৫০ গজের মধ্যে অবৈধ স্থাপনা তৈরী না করা এবং কাঁটাকারের বেঁড়া নির্মাণ সংক্রান্ত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডসহ উভয় দেশের স্বার্থ সংশ্নিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশে দুপুর ২ টা পর্যন্ত সীমান্ত সমন্বয় সভা চলে।

সভায় বিজিবির কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান, লেঃ কর্নেল এস এম খায়রুল আলম ও অন্যান্য স্টাফ অফিসারগণ এবং বিএসএফের ধুবরী সেক্টর অধীনস্থ ১৯, ৩১ এবং ১৫০ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়কবৃন্দ ও স্টাফ অফিসারগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন