ঢাকা      মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

সাউথইস্ট ব্যাংক পিএলসি. সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৪ এর খেলোয়াড় এবং স্টাফদের সম্মাননা প্রদান করেছে

IMG
14 November 2024, 5:14 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: সাউথইস্ট ব্যাংক পিএলসি, আজ ১৪ নভেম্বর, ২০২৪, সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৪-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনকারী বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্য এবং স্টাফদের সম্মাননা জানাতে তাদের প্রধান কার্যালয়ে এক সংবর্ধনার আয়োজন করে। বাংলাদেশের ফুটবলকে আরও একবার গৌরবময় উচ্চতায় নিয়ে যাওয়া এই অদম্য নারী খেলোয়াড়দের অভিবাদন জানাতে ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মাননীয় সভাপতি জনাব তাবিথ মোহাম্মদ আওয়াল। সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর মাননীয় চেয়ারম্যান জনাব এম. এ. কাশেম অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানীত পরিচালক জনাব আজিম উদ্দিন আহমেদ, মিসেস জোসনা আরা কাশেম, মিসেস দুলুমা আহমেদ, জনাব নাসির উদ্দিন আহমেদ এবং স্বতন্ত্র পরিচালক জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব নুরুদ্দীন মো: ছাদেক হোসাইন অনুষ্ঠানটি পরিচালনা করেন।

অনুষ্ঠানে সাফ জয়ী নারী দলের প্রত্যেক খেলোয়াড় এর জন্য ৩ লক্ষ টাকা ও কোচিং স্টাফদের জন্য ১ লক্ষ টাকা করে বিশেষ আর্থিক সম্মাননা প্রদান করা হয় এবং প্রত্যেকের ব্যাংক একাউন্ট এর বিপরীতে একটি করে দেশে এবং বিদেশে ব্যবহারযোগ্য ভিসা ডেবিট কার্ড হস্তান্তর করা হয়। যা তাদের এই অসামান্য অর্জনকে আরও উৎসাহিত করতে সাউথইস্ট ব্যাংকের পক্ষ থেকে উপহারস্বরূপ। উল্লেখ্য, বাংলাদেশে কোনো বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে সাউথইস্ট ব্যাংকই প্রথম সাফ জয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা এবং আর্থিক সম্মাননা প্রদান করেছে। এই সংবর্ধনা নারী ফুটবলের প্রতি ব্যাংকটির অবিচল সমর্থন এবং দেশের ক্রীড়া উন্নয়নের প্রতি তাদের দায়বদ্ধতার প্রতিফলন। সাউথইস্ট ব্যাংক পিএলসি, নারী ক্রীড়ার উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

অনুষ্ঠানের শেষে ব্যবস্থাপনা পরিচালক বলেন, "সাফ চ্যাম্পিয়নশিপে লাল-সবুজের অদম্য মেয়েরা যেভাবে নেপালের বিপুল সমর্থকদের চ্যালেঞ্জকে অতিক্রম করে বিজয় ছিনিয়ে এনেছে, তা জাতিকে গর্বিত করেছে এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। আমাদের দেশের অদম্য মেয়েরা উন্নত সুযোগ সুবিধা ছাড়াই, অনেক সংগ্রাম এবং পরিশ্রম করে এই পর্যায়ে সাফল্য এনে দিয়েছে। সাউথইস্ট ব্যাংক বরাবরের মতো নারীর ক্ষমতায়ন, অধিকার এবং নারী ক্রীড়ার প্রতি তার অবিচল সমর্থন এবং বাংলাদেশের সার্বিক ক্রীড়াঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ"।

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন