ঢাকা      রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১
শিরোনাম

বর্তমান সরকারের ১০০ দিনের অর্জন প্রত্যাশা মাফিক হয়েছে : বাণিজ্য উপদেষ্টা

IMG
18 November 2024, 7:46 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বর্তমান অন্তর্বর্তী সরকারের ১০০ দিনের অর্জনকে ‘প্রত্যাশা মাফিক’ বলে দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন। তিনি বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থান বাংলাদেশে নতুন সম্ভাবনা তৈরি করেছে। এখান থেকে পেছনে ফেরা যাবে না। বর্তমান সরকারের ১০০ দিনের অর্জন প্রত্যাশা মাফিক হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) বিকেলে বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

সেখ বশির উদ্দিন বলেন, বাংলাদেশে এখন ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ বিরাজ করছে। কোরিয়ার বিনিয়োগকারীরা বাংলাদেশে তাদের বিনিয়োগ বাড়াতে আগ্রহী হবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপদেষ্টা।

সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য, মুক্তবাণিজ্য চুক্তি ও বাংলাদেশে কোরিয়ার বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।

সেখ বশির উদ্দিন বলেন, বাংলাদেশ-কোরিয়া মুক্তবাণিজ্য চুক্তি হলে দুদেশই লাভবান হবে। ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ছাড়াও জনগণের সঙ্গে জনগণের সম্পর্কোন্নয়ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা কোরিয়ার রাষ্ট্রদূতকে লাইট ইঞ্জিনিয়ারিং ও চামড়া শিল্পে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে কোরিয়ার আরও বেশি বিনিয়োগ প্রত্যাশা করেন।

কোরিয়ার রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের যুব শ্রেণির মানুষের সংখ্যা বেশি। টেকনোলোজিতে তাদের দক্ষতা বাড়াতে কোরিয়া কাজ করতে চায়। এসময় তিনি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরিতে তাদের চলমান কর্মকাণ্ড সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন।

রাষ্ট্রদূত বলেন, পৃথিবীর অন্যান্য দেশ বাংলাদেশে দু-একটি সিলেক্টেড খাতে বিনিয়োগ করলেও কোরিয়া এরই মধ্যে অনেক খাতেই বিনিয়োগ করেছে। ভবিষ্যতে বিনিয়োগ আরও বাড়বে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন