ঢাকা      মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
শিরোনাম

চতুর্থবারের মতো সংসার ভাঙল জেনিফার লোপেজের

IMG
08 January 2025, 11:14 AM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ভেঙেই গেল পপ তারকা জেনিফার লোপেজের চতুর্থ সংসার। জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী জেনিফার লোপেজ এবং অভিনেতা বেন অ্যাফ্লেকের দাম্পত্য সম্পর্ক আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। গত ২০ আগস্ট লস অ্যাঞ্জেলেসের কাউন্টি সুপিরিয়র কোর্টে বিচ্ছেদের আবেদন করেছিলেন লোপেজ। আদালত সম্প্রতি সেই আবেদন মঞ্জুর করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, সমঝোতার ভিত্তিতে তারা বিচ্ছেদ চূড়ান্ত করেছেন।

বিচ্ছেদ প্রক্রিয়া সমঝোতার ভিত্তিতে হওয়ায় দুজনের কাউকেই ভরণপোষণের জন্য অর্থ দিতে হবে না। বিচ্ছেদ চূড়ান্ত হওয়ার পর লোপেজ তার নাম থেকে ‘অ্যাফ্লেক’ পদবিটি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন।

২০০০ সালে প্রথম সম্পর্কে জড়ান জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক। সেই সময় তাদের বাগদান সম্পন্ন হলেও, নানা কারণে তারা বিয়ের পিঁড়িতে বসতে পারেননি। তবে দুই দশক পর, ২০২২ সালে লাস ভেগাসে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

তবে বিবাহিত জীবনের দুই বছরের মধ্যেই তাদের সম্পর্কে ফাটল ধরে। আদালতের নথি অনুযায়ী, ২০২৩ সালের এপ্রিলে তাদের বিচ্ছেদের আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন