ঢাকা      মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১
শিরোনাম

ওয়েস্ট ইন্ডিজের কাছে বিশাল ব্যবধানে হারলো টাইগ্রেসরা

IMG
30 January 2025, 11:57 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশ নারী দলের বিপক্ষে দুইশ রান আগে কখনোই হয়নি। এবার সেই তেতো অভিজ্ঞতার স্বাদ পেলো টাইগ্রেসরা। ৬ উইকেটে ২০১ রান তোলা ওয়েস্ট ইন্ডিজের কাছে নিগার সুলতানা জ্যোতির দল হারলো ১০৬ রানের বিশাল ব্যবধানে।

প্রথম ম্যাচে কিছুটা লড়াই করতে পেরেছিল বাংলাদেশ। কিন্তু আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে প্রতিদ্বন্দ্বিতার বিন্দুমাত্র ছাপও দেখাতে পারেনি তারা। সেন্ট কিটসে এলোমেলো বোলিংয়ের পর তাদের ব্যাটিং ছিল মন্থর গতির। সামনে বড় লক্ষ্য থাকলেও পুরো ওভার খেলে সফরকারীরা পৌঁছাতে পারে ৯ উইকেটে ৯৫ রান পর্যন্ত।

টি-টোয়েন্টিতে ক্যারিবিয়ান নারীদের সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড এটি। পাশাপাশি এক ম্যাচ বাকি রেখেই তিন ম্যাচের সিরিজ জিতে নিয়েছে তারা। অন্যদিকে, এই সংস্করণে বাংলাদেশের এটি দ্বিতীয় বৃহত্তম হারের নজির।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন