ঢাকা      শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
শিরোনাম

আম বয়ান দিয়ে সাদপন্থিদের ইজতেমা শুরু

IMG
14 February 2025, 12:10 PM

গাজীপু‌র, বাংলাদেশ গ্লোবাল: গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। এই আয়োজন চলবে আগামী রোববার পর্যন্ত। আজ শুক্রবার ফজর নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমা। আম বয়ান করেন ভারতের মাওলানা আব্দুস সাত্তার সাহেব (নিজামুদ্দিন)। তার বয়ান বাংলায় তরজমা করেন মুফতি আজিম উদ্দিন।

ভারতীয় মাওলানা সাদ অনুসারীদের গণমাধ্যম সমন্বয়ক মো. সায়েম সাংবাদিকদের বলেন, ‘বুধবার সন্ধ্যার পর থেকেই আমাদের সাথি ভাইয়েরা মাঠে প্রবেশ করেন। আনুষঙ্গিক কাজ বা মাশোয়ারা (পরামর্শ) শেষে বৃহস্পতিবার আসরের নামাজের পরে আম বয়ানের মধ্য দিয়ে আমাদের দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়। শুক্রবার সকাল থেকে ধাপে ধাপে চলছে বয়ান। ইজতেমা ময়দানে অবস্থানকারীরা মনোযোগ দিয়ে ওইসব বয়ান শুনছেন।’

আজ দুুপুর দেড়টায় হবে বৃহত্তম জুম্মার নামাজ। জুম্মার নামাজে ইমামতি করবেন ভারতের মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। জুমার নামাজের পর বয়ান করবেন নিজামউদ্দিন অনুসারী (সাদপন্থি) তাবলীগ জামাতের মুরুব্বী ওয়াসিফুল ইসলাম (কাকরাইল), আসর নামাজের পর ভারতের হাফেজ মনজুর সাহেব (নিজামুদ্দিন), তার বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা রুহুল আমিন, বাদ মাগরিব বয়ান করবেন মাওলানা জমশেদ সাহেব (নিজামুদ্দিন), তার বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ।

ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন আগামীকাল ময়দানে যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বের ইজতেমা ৩১ জানুয়ারি শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি শেষ হয়। আর দ্বিতীয় পর্ব শেষ হবে ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন